সুনামগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ইং উদযাপন

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ইং উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) ধর্মপাশা উপজেলায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সহযোগিতা করে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক, ঢাবি, পারি, ওয়াল্ড ভিশন ও ইউনিসেফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়ার মাধ্যমে নানা সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তারা সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় হাত ধোয়ার আটটি নিয়ম উপস্থিত সবাইকে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব কবির, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান রানা, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মধুসূদন দে,পারি ডেভেলপমেন্ট সিডিও বিদ্যুৎ মাংসাং, এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।