সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

অদ্য -১৭/০৯/২০২৫ ইং রোজ বুধবার বেলা ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্রী শ্রী দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।

উক্ত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন জনি রায় উপজেলা নিবার্হী কর্মকতা,তিনি ুউপজেলার ২১টি পূজা মন্ডবের সভাপতি /সম্পাদক ও সেচ্ছাসেবী কর্মীদের নিয়ে নিম্নে লিখিত বিষয় আলোচনা করেন। ০১/ প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। ০২/ কোন গুজবে কান না দিয়ে কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

০৩/ মন্দির অরক্ষিত রেখে সন্তুষ্ট পূজা কমিটির সংক্লিষ্ট পূজা কমিটির কেউ যেতে পারবেন না। ০৪/ বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে। ০৪/আযানের সময় ঢাক ঢোল বাদ্য বাজনা বাজানো যাবে না। ০৫/পুলিশ সেনাবাহিনী ডিবি ও আনসার প্রতিরক্ষা বাহিনী সর্বদা মনিটরিং এ থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক অফিসার অফিসার ইনচার্জ ধর্মপাশা থানা, উপসেলা উপজেলা প্রকৌশলী জনাব শিহাব উদ্দিন, মোহাম্মদ লিয়াকত আলী বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক।

এছাড়াও বিএনপি ওম গুড সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ জামাত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।