সুনামগঞ্জ শাল্লার ঘটনার প্রধান আসামী স্বাধীনের ভাইর মৃত্যু, জানাযা সম্পন্ন
সুনামগঞ্জ শাল্লার হিন্দু পাড়ায় হামলার মুল হোতা শহীদুল ইসলাম স্বাধীনের ভাই আফজাল হোসেন (২৮) এর মৃত্যু হয়েছে।
হিন্দু পাড়ায় ঘটনার পর আফজাল তার নানার বাড়ি দিরাই উপজেলার ধল গ্রামে পালিয়ে গিয়ে ছিল। পলাতক অবস্থায় ২১ মার্চ রোববার সাকালে তার মৃত্যু হয়।
ওই দিন বাদ আছর নাচনি গ্রামে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় তার স্বজনরা উপস্থিত ছিলেন।
শরমঙ্গল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন