সুনামগঞ্জ ৫টি আসনের মধ্যে ৪টিতে নৌকা ও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে সুনামগঞ্জ ৫টি আসনে মধ্যে, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ৪টি আসনে জয়লাভ করে এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেন গুপ্তা কাঁচি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
গতকাল ভোট গণনা শেষে প্রাপ্ত ভোটের ফলাফল:
সুনামগঞ্জ -১ আসনে নৌকার মনোনীত প্রার্থী এ্যডভোকেট রনজিত চন্দ্র সরকার’ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। উনার সাথে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী।
এ্যডভোকেট রনজিত চন্দ্র সরকার এর প্রাপ্ত ভোটের সংখ্যা। নৌকা প্রতীক নিয়ে : ১০০৯৯৮ ভোট পেয়েছেন এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বি তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (এমপি) কেতলি প্রতীক নিয়ে ৪৬৩৫২ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেন গুপ্তা (কাঁচি) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
উনার প্রাপ্ত ভোটের সংখ্যা : ৬৭৭৭৫ ভোট উনার নিকট তম প্রতিদ্বন্দ্বি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (নৌকা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মোট: ৫৮৬৭২ ভোট।
সুনামগঞ্জ-২ আসনের ৩টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে এই তিনটি কেন্দ্রে মোট ভোট হচ্ছে: ৯০৫৭ ভোট।
৬৭৭৭৫-৫৮৬৭২= ৯১০৩ ভোট বেশি পেয়েছেন জয়া সেন গুপ্তা। স্থগিত কেন্দ্রের সব ভোট যদি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পান তারপর ও জয়া সেন গুপ্তার ৪৬ ভোট বেশি।
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগে মনোনীত প্রার্থী, সফল পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। উনার প্রাপ্ত ভোটের সংখ্যা: নৌকা: ১২৬৯৯৮ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ) প্রতীক নিয়ে ৪০৯৫ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ৯১০১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর মিসবাহ (লাঙ্গল) প্রতীক নিয়ে ৩১৬৩৭ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক (নৌকা) প্রতীক নিয়ে ১১৯৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী, শামীম আহমেদ চৌধুরী( ঈগল) প্রতীক নিয়ে ৯১৮৮৮ ভোট পেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন