সুন্দরবনের ১৪ ফুট লম্বা অজগর লোকালয়ে
সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (১৯ মে) সকালে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালি গ্রামের ফুলমিয়া হাওলাদার নামে এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর (গরুর রাখার ঘর) থেকে বনবিভাগের একটি দল এ অজগরটি উদ্ধার করে।
শুক্রবার দুপুরে বনবিভাগ অজগরটিকে সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের ধাবড়ি এলাকায় অবমুক্ত করেন।
ফুলমিয়া হাওলাদার বলেন, ‘শুক্রবার ভোরে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি বিশাল আকৃতির একটা অজগর শুয়ে আছে। অজগরটির বিষয় প্রতিবেশিদের জানাই। পরে সবাই মিলে স্থানীয় বনবিভাগের কার্যালয়ে অজগরটিকে উদ্ধার করতে বললে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়’।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, যে এলাকা দিয়ে অজগরটিকে ধরা হয়েছে তা একেবারেই সুন্দরবনের কাছে। শুক্রবার রাতের কোন এক সময়ে সুন্দরবন থেকে অজগরটি নদী সাঁতরে লোকালয়ে চলে আসে। বাড়ির মালিক বনবিভাগকে জানালে আমাদের একটি বিশেষজ্ঞ দল সেখানে পৌছে অজগরটিকে ধরে গহীণে বনে অবমুক্ত করা হয়। অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট। ওজন ২০ কেজি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন