সুন্দরবনে নতুন এলাকায় ফের আগুন
পূর্ব সুন্দরবনের কলমতেজির আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই বনের ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিল এলাকার বনে নতুন করে আগুন দেখা দিয়েছে।
রোববার (২৩ মার্চ) সকাল দশটার দিকে ড্রোন দিয়ে নতুন করে জ্বলে ওঠা আগুন দেখতে পায় বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, টেপারবিলের অগ্নিকাণ্ডের স্থল থেকে উত্তর-পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিলের তেইশেরছিলায় বনে রবিবার সকালে নতুন করে আগুন জ্বলতে দেখেন বনরক্ষীরা।
তিনি আরও জানান, ড্রোন উড়িয়ে তারা এই আগুন দেখে। বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন প্রতিরোধে ফায়ার লাইন কাটা শুরু করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




