সুন্দরবনে র্যাবের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে র্যাব ৮ এর সঙ্গে জলদস্যুদের গুলিবিনিময়ের পর দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- জলদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টু গাজী ও আবু ঢালী। এ ছাড়াও বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানায় র্যাব। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুই পক্ষের এই বন্দুকযুদ্ধ শুরু হয়।
র্যাব ৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ জামান সকাল সোয়া ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান শেষের পর তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পনি ২ এর পরিচালক (কমান্ডার) মেজর সোহেল রানা প্রিন্স। প্রায় ২ ঘণ্টারও অধিক সময় ধরে চলা অভিযানের পর দুজনকে আটক ও কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন