সুন্দরবনে ৩ মাস বন্ধ থাকবে পর্যটন
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে সুন্দরবনে উদ্ভিদ এবং প্রাণিকূল প্রজনন সঙ্কটের মধ্যে রয়েছে। তাই সুন্দরবনে বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খলে সুষম উন্নয়নের লক্ষ্যে আগামী বছরের জুন থেকে আগস্ট এই তিন মাস পর্যটন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।
বন কর্মকর্তারা বলছেন, উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বাড়াতে সুন্দরবনে এই তিন মাস ট্যুরিস্টদের আসা যাওয়া থাকবে না। বন্যপ্রাণীর প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট সুন্দরবনের ৫২ শতাংশ এলাকায় এই পর্যটক নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা দেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বৃহত্তম অভয়ারণ্য।
প্রজনন মৌসুমে পর্যটকদের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। আর পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই বেশি পছন্দ করে।
তবে এ সিদ্ধান্তে দেশের পযর্টনখাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে ধারণা করছেন ট্যুর অপারেটররা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন