সুন্দরবনে ৩ মাস বন্ধ থাকবে পর্যটন

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে সুন্দরবনে উদ্ভিদ এবং প্রাণিকূল প্রজনন সঙ্কটের মধ্যে রয়েছে। তাই সুন্দরবনে বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খলে সুষম উন্নয়নের লক্ষ্যে আগামী বছরের জুন থেকে আগস্ট এই তিন মাস পর্যটন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

বন কর্মকর্তারা বলছেন, উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বাড়াতে সুন্দরবনে এই তিন মাস ট্যুরিস্টদের আসা যাওয়া থাকবে না। বন্যপ্রাণীর প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট সুন্দরবনের ৫২ শতাংশ এলাকায় এই পর্যটক নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা দেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বৃহত্তম অভয়ারণ্য।

প্রজনন মৌসুমে পর্যটকদের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। আর পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই বেশি পছন্দ করে।

তবে এ সিদ্ধান্তে দেশের পযর্টনখাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে ধারণা করছেন ট্যুর অপারেটররা।