সুন্দরবন অঞ্চলে পর্যটকবাহী লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ বাড়ায় খুলনার সুন্দরবন অঞ্চলে পর্যটকবাহী লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)। একইসঙ্গে ঢাকার চার নদীতেও সব ধরনের নৌবিহার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার খুলনা নদীবন্দরের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান ঢাকা টাইমসকে জানান, সুন্দরবনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞাটি খুলনা থেকে জারি করা হয়েছে। কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বাড়ায় খুলনায় সুন্দরবন ভ্রমণ, বনভোজন, শিক্ষাসফর, নৌভ্রমণ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এছাড়া ঢাকাতে স্বাভাবিক নৌযান চলাচল করবে। তবে সব ধরনের নৌবিহার বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি।