সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও ইদ উপহার দিল ইবির ইংরেজি বিভাগ


সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার ও ইদ উপহার বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই কর্মসূচি করেন তারা। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ পরিচালিত স্কুলের ৩০ জন শিশু শিক্ষার্থী অংশ নেন।
এসময় উপস্থিত বিভাগটির সভাপতি অধ্যাপক ড.মিয়া মো: রাসিদুজ্জামান ও সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ ও ‘কাম ফর রোড চাইল্ড’র ইবি শাখার সভাপতি শহিদ কাওসারসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী।
এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শিশু শিক্ষার্থীদের হাতে হাতে ইফতার ও ইদ উপহার তুলে দেন।
এই বিষয়ে বিভাগটির সভাপতি অধ্যাপক ড.মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, বিভাগের শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছেন। সেইসঙ্গে তারা ৩০জন সুবিধাবঞ্চিত শিশুকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। ইফতার মুসলিমদের অন্যতম সংস্কৃতি ও আনন্দের বিষয়। এই আনন্দ আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিয়েছি। সেইসঙ্গে তাদেরকে কিছু যৎসামান্য উপহারও দেওয়া হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন