সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না- আসাদুজ্জামান রিপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/FB_IMG_1739370994296-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপশাসনকে বহাল রাখার জন্য বাংলাদেশে, বিরোধী মতকে দমন করার জন্য গুম করেছে, খুন করেছে।
আর এই গুম, খুনের জন্য তাদের কয়েকটি টর্চার সেলের দরকার পড়েছিল। আর এখন সেই টর্চার সেলগুলো আবিষ্কার হচ্ছে। সে সময় ছিল আহলে জাহেলিয়ার জামানা। আর এই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত সেই লোকগুলো অন্য কোন দলে ঢুকলে কি দলের জন্য ভালো হবে। তারা ১৬ বছর আপনাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে।
সেই নির্যাতনকারীদের কেন আমরা ঠাঁই দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টই বলতে চাই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত তাদের কোন ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এসময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
সহ সাংগঠনিক সেলিমুজ্জাম সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রশিদুল ইসলাম লিটন, খন্দকার ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মোঃ আজম খান, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন