সুষমাকে আল্লাহর পর শেষ ভরসা বললেন পাকিস্তানি যুবক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে আল্লাহর পর শেষ ভরসা বলে মন্তব্য করেছেন এক পাকিস্তানি যুবক। ভাইয়ের লিবার ট্রান্সপ্লান্টের জন্য ভিসার আবেদন করে না পাওয়ার পর এক টুইটবার্তায় এমন কথা বলেন পাকিস্তানি যুবক শাহজায়িব ইকবাল।
এর পর শনিবার সুষমা স্বরাজের পক্ষ থেকে ওই যুবক ও তার ভাইয়ের জন্য মেডিকেল ভিসা দেয়ার বিষয়ে ঘোষণা আসে।
টুইটবার্তায় ইকবাল লেখেন- আল্লাহর পর আপনিই আমাদের শেষ ভরসাস্থল। দয়া করে ইসলামাবাদের ভারতীয় অ্যাম্বাসির মাধ্যমে আমাদের মেডিকেল ভিসার আবেদন গ্রহণের ব্যবস্থা করে দিন।
টুইটবার্তায় সুষমা স্বরাজ লেখেন- ভারত আপনাদের আশা ভেঙে দেবে না। আমরা আপনাদের ভিসা ইস্যু করার ব্যবস্থা গ্রহণ করছি।
ইসলামাবাদের পক্ষে থেকে ‘মানবিক ইস্যু নিয়ে রাজনীতি’র অভিযোগ তোলার পর সুষমা স্বরাজ এ ঘোষণা দিলেন।
পাকিস্তানি নাগরিক ইকবালের ভাইয়ের লিভার চিকিৎসার পাশাপাশি পাকিস্তানি দুই নারীকেও একই রকম চিকিৎসা আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন