সুষ্ঠু ও উৎসব মুখর এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় স্টার কিডস বৃত্তি উৎসব
মেধার বিকাশ ঘটাতে ও শিক্ষার মান উন্নয়নে স্টার কিডস সাতক্ষীরা শাখার উদ্যোগে উৎসব মুখর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে স্টার কিডস বৃত্তি উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ রোড সংলগ্ন স্টার কিডস কার্যালয়ে সুষ্ঠু ও মনোরম পরিবেশে স্টার কিডস বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর ২২০২ জন শিক্ষার্থী এ বৃত্তি উৎসবে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন স্টার কিডস সাতক্ষীরা শাখার পরিচালক এটিএম আবু হাসান, যুগ্ম পরিচালক কাজী সাদিকুজ্জামান, স্টার কিডসের সমন্বয়ক এ কে এম শরিফুজ্জামান, শিক্ষক মেহেদী হাসান, আজিজুল ইসলাম ময়না, ফেরদৌসুর রহমান, মনিরুজ্জামান মনিসহ স্টার কিডসের সকল শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে স্টার কিডস বৃত্তি উৎসব চালু হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার ভয়ভীতি দুরকরণে বৃত্তি উৎসব অগ্রণী ভূমিকা রাখছে। সকাল ৯ টা থেকে সকাল দশটা পর্যন্ত বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
বৃত্তি উৎসবের ফলাফল আগামী ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৫ টায় স্টার কিডসের পেইজ ও ওয়েবসাইটে এবং স্টার কিডস এর নোটিশ বোর্ডে দেওয়া হবে বলে জানিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




