‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেবে জাপা’

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বানে জাতীয় পার্টি (জাপা) সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার। তিনি বলেন, ‘অনেক মেরুকরণ হতে পারে। নির্বাচন এলে সবসময় হয়।’

মঙ্গলবার কাকরাইলে দলের কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এসব কথা বলেন রুহুল আমীন হাওলাদার। আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি বিষয়ে যৌথসভা করে জাতীয় পার্টি।

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জাতীয় পার্টি জোটবদ্ধ হতে আগ্রহী বলে জানান রুহুল আমীন হাওলাদার।

রুহুল আমীন হাওলাদার বলেন, ‘এক টেবিলে বসে এ জাতীয় সমস্যা সমাধান করলে আমি মনে করি দেশ এবং দেশের বাইরে বিষয়টি সমাদৃত হবে। আমরা আশাবাদী এবার হয়তো একত্রে বসতে পারব এবং সবাই মিলে শান্তিপূর্ণভাবে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। জোট তো হতেই পারে। অনেক মেরুকরণ হতে পারে। নির্বাচন এলে সবসময় হয়। এটা চলমান প্রক্রিয়া।’

নির্বাচন নিয়ে আগামী ২০ অক্টোবরের সমাবেশে দলের প্রধান এইচ এম এরশাদ বক্তব্য দেবেন বলে জানান রুহুল আমীন হাওলাদার।