সুষ্ঠু নির্বাচন না হলে সব পদেই ছাত্রলীগ জয়ী হতো : শোভন
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা না হলে সব পদেই ছাত্রলীগ জয়ী হতো।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভিপি পদে পরাজিত এই প্রার্থী বলেন, ‘আপনারা আন্দোলন করছেন। কিন্তু, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের কথাও চিন্তা করবেন। ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তাদের স্বার্থের দিকে তাকান। নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের কথাও চিন্তা করতে শিখুন।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে ভোট দিয়েছেন, তাতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য তাদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখবেন।’
ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে শোভন বলেন, ‘প্রতিটি নির্বাচনেই কিছু সমস্যা থাকে। তেমনি ডাকসু নির্বাচনে অনেক ঘটনা ঘটেছে। তবে সর্বপরি এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। আপনারা জানেন, কুয়েত মৈত্রী হলে ভোট বন্ধ ছিল, পরে পুনরায় ভোট নেয়া হয়। রোকেয়া হলেও একইভাবে নতুন করে ভোট নেয়া হয়।’
ছাত্রলীগ সভাপতি দাবি করেন, ‘নির্বাচনে সুষ্ঠু না হলে ছাত্রলীগের সব প্রার্থীই জয়ী হতো। সেটা কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরতো, লাশ পড়তো। সেই রক্ষক্ষয়ী পরিবেশ কিন্তু এখন নেই। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে চলুক। এখানে কেউ যেন বাধা দিতে না পারে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন