সেই আর্জুনকেই বিয়ে করছেন পাওলি

সেই অর্জুনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালি পাড়ার আলোচিত অভিনেত্রী পাওলি দাম। আগামী ৪ ডিসেম্বরের ভারতের গুয়াহাটিতে আগ্নিসাক্ষী রেখে বিয়ে করবেন সত্তা সিনেমার ঢালিউড কিং সাকিব খানের নায়িকা পাওলি।

আনেক আলোচনা সমালোচনা শেষে পাত্র হিসেবে তারই বয়ফ্রেন্ড বাঙালি ব্যবসায়ী অর্জুন দেবকেই বেছে নিয়েছেন তিনি। ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা প্রথমে ইনদওরে, তার পর সান ফ্রান্সিসকোয়। দেশে ফিরে এখন পৈতৃক ব্যবসা দেখাশুনা করছেন।

বছর দুয়েক আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজো পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেয়া পার্টিতেই কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই পরিচয়। অর্জুনের দিদি দিল্লিতে থাকায়, মাঝে মধ্যে দিল্লিতেও পাওলি-অর্জুনের দেখা হতে থাকে। সেই থেকেই প্রেম ও বিয়ের সিদ্ধান্ত।

এ বিষয়ে পাওলির সঙ্গে যোগাযোগ করা হলে ‘টোপ’ সিনেমার প্রিমিয়র থেকে তিনি বললেন, ‘এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাইছি না।’