সেই সাবমেরিনের সন্ধান মিলল ১০৩ বছর পর
ডুবে যাওয়ার ১০৩ বছর পর অস্ট্রেলিয়ার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এইচএমএএস এ- ১ নামের এ সাবমেরিনটি প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে গিয়েছিল।
১৯১৪ সালের পাপুয়া নিউগিনির রবৌল থেকে কমপক্ষে ৩৫ জন অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ ক্রু নিয়ে সাবমেরিনটি ডুবে যায়। পরে বহু তল্লাশির পর ১৩তম অনুসন্ধান দলটি পাপুয়া নিউ গিনির ইয়র্ক দ্বীপের ডিউকের কাছে এটিকে খুঁজে পায়।
অস্ট্রেলিয়ার সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটাই তাদের দেশের নৌবাহিনীর সবচেয়ে পুরনো সাবমেরিন। এত বছর পর খুব বিস্ময়কর রহস্যের সমাধান খুঁজে পাওয়া গেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ম্যারেজ পেইন জানান, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া নৌবাহিনীর জন্য ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটি হল এটি। এই ঘটনাটি প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে মনে করে দেয়।
এ উদ্ধার কাজ জালাতে অনুসন্ধান দলটি সমুদ্রের তলদেশে ৪০ মিটার একটি ভাসমান ড্রোন স্থাপন করে। সমুদ্রতলদেশের প্রায় ৩০০ মিটারের বেশি পানির নিচে এটিকে খুঁজে পাওয়া যায়।
অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে ঐ সময়ে ডুবে যাওয়া পরিবারের সন্ধান করা হচ্ছে।
পেইমন বলেন, ‘আমি বিশ্বাস করি এই আবিষ্কার ডুবে যাওয়া ক্রুদের পরিবারের জন্য এক ধরণের সান্ত্বনা। আর আস্ট্রেলিয়ান নৌবাহিনীর জন্য বড় পাওয়া’।
সূত্র- বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন