সেনবাগে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতাইপাইয়ার ইউনিয়নের পাকা রাস্তার মাথায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নের বিজয়নগর গ্রামের মিজান (৩৫), সুজন (৩২) ও রাসেল (৩০)। তারা তিনজনই স্থানীয় যুবলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাইমুড়ির ওই তিন যুবক সেনবাগে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরছিলো। পথে উপজেলার সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসার দ্রæতগতির একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটর সাইকেলের তিন আরোহীর মধ্যে সুজন ও রাসেল নামে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। অপর আহত মোটরসাইকেল আরোহী মিজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথের তারও মৃত্যু হয়। তিনি আরো জানান, দূর্ঘটনার স্থানটি পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলা সংলগ্ন হওয়ায় সোনাইমুড়ি থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন