সেমিতে বার্সাকে হতাশায় ডুবাল সেভিয়া

দারুণ জয়ে কোপা দেল রে’র ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল সেভিয়া। বুধবার রাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঘরের মাঠে তারা বার্সেলোনার বিপক্ষে পেয়েছে ২-০ গোলের সহজ জয়।

সেভিয়া ডিফেন্ডার হুলেস কুন্দে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করার পর সাবেক ক্লাবের বিপক্ষে ব্যবধান ২-০ করেন ইভান রাকিতিচ। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া।

ফরাসি সেন্টার ব্যাক কুন্দে ম্যাচের ২৫ মিনিটে সেভিয়াকে এগিয়ে নেন। নিজেদের এলাকা থেকে সতীর্থের সঙ্গে ওয়ান-টু করতে করতে বার্সার চার খেলোয়াড়কে পরাস্ত করে দুর্দান্ত এক গোল করেন তিনি। মার্ক আন্দ্রে টার স্টেগানের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো সেভিয়া। তবে সার্জিও এসকোদেরোর শটে দারুণ এক সেভ করেন বার্সা গোলরক্ষক। তবে ৮৫ মিনিটে দলের জয় নিশ্চিত করে ফেলেন রাকিতিচ। অলিভের তরেসের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

বার্সা অবশ্য ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর একটি পেনাল্টি পেতে পারতো। কিন্তু জর্দি আলবাকে বিপজ্জনক এলাকার কাছে ফেলে দিয়েও পার পেয়ে যায় সেভিয়া। রেফারি অ্যান্তোনিও মাতেও লাহোজ ‘ভার’ না দেখেই ফ্রি-কিক দিয়ে দেন।

ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবাই বলছিল, এটা পেনাল্টি। তারা অনেক বেশি ফাউল করেছে, কিন্তু সবই চতুরতার সঙ্গে। আমার মনে হয়, আমাদের এমন ফল পাওয়ার কথা ছিল না। আমরা ভালো খেলেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। আমার মনে হয়, যেভাবে খেলেছি ফলটা মেনে নেয়ার মতো নয়।’

এই ম্যাচে হারলেও অবশ্য ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও আছে বার্সেলোনার। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে তারা। সেখানে সেভিয়াকে হারিয়ে পরিষ্কারভাবে এগিয়ে থাকতে পারলে ফাইনালে উঠতে পারবে লিওনেল মেসির দল।