সেলফি তুলতে গিয়ে বন্যায় ভেসে গেছে ২ ছাত্রসহ তিনজন (ভিডিও)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/jamalpur.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জামালপুরের মেলান্দহে সেলফি তুলতে গিয়ে বন্যার পানির তোড়ে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন ভেসে গেছে। উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় উনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ৬ ছাত্র দুপুরে বন্যা দেখতে এসে সেলফি তুলছিল।
এ সময় সড়কের উপর দিয়ে প্রবল বেগে বয়ে যাওয়া পানির তোড়ে সজীব শেখ (১৬) ও জিল্লুর রহমান (১৬) নামে দুই ছাত্র ভেসে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে লাল মিয়া (৪০) নামে এক পথচারীও ভেসে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন