সৌদিতে ২ বাংলাদেশি অপহৃত
সৌদি আরবে বাঙালি অপহরণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত শুক্রবার বিকেলে রিয়াদের মনফুয়া নামক স্থান থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কাজের কথা বলে আব্বাস উদ্দিন ও ইয়াসিন নামে ২ প্রবাসী বাঙালিকে উঠিয়ে নিয়ে যায়। কে বা কারা তাদের নিয়ে গেছে বিস্তারিত জানা যায়নি। তাদের আটকে রেখে দেশের বাড়িতে ফোন দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
মানিকগঞ্জ সিঙ্গাইর থানার আব্বাস উদ্দিনের বাবা পান্নু মিয়া জানান, অপহরণকারীরা বার বার কল দিচ্ছে বিভিন্ন নম্বর থেকে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। এ বিষয়ে দূতাবাসকে জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন