সৈয়দপুরে বিশ্ব বন্য প্রাণি দিবসে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা
হামিদা আক্তার, নীলফামারী প্রতিনিধি : ‘বাঘ গোত্রীয় প্রাণিরা বিপদাপন্ন, এদর রক্ষায় এগিয়ে আসুন’- প্রতিপাদ্যে বিশ্ব বন্য প্রানি দিবসে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্যর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মাচ) সকালে র্যালীটি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উক্ত প্রতিষ্ঠান চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেতুবন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন’র সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল্লাহ-আল কাফি’র সঞ্চালনায় বক্তব্য বক্তৃতা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবু, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার এভিপি ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি জোবায়দুর রহমান শাহীন, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন সেতুবন্ধনের অর্থ সম্পাদক মোরসালিন সুমন। পরিশেষে পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষনা করে পুরুস্কৃত করা হয়। শিক্ষার্থী মিমি, সিফাত ও তানিয়ার হাতে তুলে দেওয়া হয় পরিবেশ বান্ধব মাল্টার গাছের চারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন