সৈয়দ মকসুদ ও ইব্রাহিম খালেদ-এর মৃত্যুতে নতুনধারার শোক

দেশ বরেণ্য কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বরেণ্য অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ-এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ওয়াজেদ রানা, লিটন দ্রং, রাকিব হাসান শাওন প্রমুখ।

প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, যুগে যুগে গুণি মানুষ জন্মায় হাতে গোনা কয়েকজন। সেই কয়েকজন গুণিমানুষের এই দেশে এক এক করে তাদের বিদায়ের পালা চলছে। এই বিদায় আমাদেরকে নিঃশ^ করে দিচ্ছে আর পূজিবাদ-দুর্নীতিবাজদেরকে ক্রমশ শক্তিশালী করছে। এই পরিস্থিতিতে গুণিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আলোকিত গুণিমানুষ বৃদ্ধির চেষ্টা করতে হবে। সকল গুণিজনের স্মরণে খুব দ্রুত সময়ের মধ্যে ‘গুণিজন জাদুঘর’ নির্মাণের উদ্যেগ গ্রহণ করতে হবে। যাতে করে কখনোই ইতিহাস বিকৃত না হতে পারে এবং সকল গুণিজন স্মরণিয় হয়ে থাকেন সবার মাঝে।