সোনাগাজীতে এমপির গাড়িতে বোমা ফাটিয়ে অগ্নিসংযোগ
ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর ব্যবহৃত গাড়ি ভাঙচুর ও তার মালিকীয় দুটি স্কেভেটর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে এমপি হাজী রহিম উল্যাহ সোনাগাজী বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনায় নিজদলীয় কর্মীদের দায়ী করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শুক্রবার রাত ১২টার দিকে তার ব্যবহৃত গাড়িটি (ভিএক্স, ভিএইট) (নং- ঢাকা মেট্রো-১৫-৩৯২২) মহুরী সেচ প্রকল্প সংলগ্ন রেখে হেঁটে রেগুলেটর সংলগ্ন স্থানে যান।
কিছুক্ষণ পর সড়ক পথে ও মুহুরী নদীপথে দুর্বৃত্তরা এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে। পরে পেট্রল ঢেলে তার দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়ে দেয় দুর্বৃত্তরা।
এ সময় তার ল্যান্ডক্রুজার গাড়িটি প্রায় দুই কিলোমিটার উত্তর দিকে সোনাগাজী-মহুরী প্রজেক্ট সড়কের ৭নং স্লুইজ গেটে ভাঙচুর করে রেখে যায় তারা।
খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিস দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার একটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে এবং এমপির অপর ভাঙচুরকৃত গাড়িটি উদ্ধার করে। এতে এমপির প্রায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
এ ঘটনার জন্য তিনি ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের দায়ী করে বলেন, তাকে একরামের মত নৃশংসভাবে হত্যা করতে চেয়েছিলো দুর্বৃত্তরা। অল্পের জন্য তিনি ও তার সমর্থকরা রক্ষা পান।
তিনি আরও দাবি করেন, তার সঙ্গে এমপি নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থক ছাড়া অন্য কারও বিরোধ নেই। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এমপি নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিলো।
তার দাবি এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন