সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কোহলির ৩ কোটি টাকা আয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলির ফলোয়ার সংখ্যাও কম নয়।প্রায় ২ কোটি। বেশি ফলোয়ার থাকায় লাভও হয়েছে ভারতীয় এই অধিনায়কের। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেছবি শেয়ার করে বিরাট কোহলি আয় করেন ৩কোটি ২০লক্ষ্ টাকা।
ক্রিকেট খেলে বছরে কোটি টাকা আয় হয় কোহলির। সাম্প্রতিক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন চুক্তি অনুসারে বছরে ৫ কোটি রুপি বেতন বেড়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের।
গত বছর বোর্ডের চুক্তিতে ৩২ জন ক্রিকেটার থাকলেও বিসিসিআইয়ের নতুন চুক্তিতে ঠাঁই হয়েছে ২৬ জনের। খেলোয়াড়দের সংখ্যা কমলেও বেতন বেড়েছে। ‘এ’ প্লাস ক্যাটাগারিতে থাকা কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবেনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরার। বছরে তারা পাবেন ৭ কোটি রুপি। বাংলাদেশি টাকায় ৯ কোটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন