সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করলো কাতার এয়ার ওয়েজ
সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার সম্পর্ক ছিন্নের ঘোষণার পর ব্যাপক কূটনৈতিক সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
এর জের ধরেই সৌদি আরবে চলাচলকারী বিমানের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে কাতার এয়ার ওয়েজ। সোমবার কাতার এয়ার ওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে সৌদি আরবগামী কাতার এয়ার ওয়েজের সব ধরনের ফ্লাইট স্থগিতের তথ্য জানানো হয়েছে।
কাতার এয়ার ওয়েজ এ পদক্ষেপ নিল এমন এক সময় যখন প্রতিবেশি সৌদি আরবসহ মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে।
দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগ এনে উপসাগরীয় সহযোগিতা সংস্থাভূক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে শক্তিশালী পাঁচ সদস্য কাতারের বিরুদ্ধে একযোগে নজিরবিহীন এ পদক্ষেপ নিল। সম্পর্ক ছিন্নকারী ওই পাঁচ দেশ বলছে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের অ্যাজেন্ডা সমর্থন করে কাতার।
সূত্র : রয়টার্স, ডন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন