সৌদিতে খোলামেলা পোশাকে মডেল, ব্যবস্থার নির্দেশ

সৌদি আরবের মডেল খুলদ। রক্ষণশীল এই দেশটির পোশাকনীতি উপেক্ষা করে সম্প্রতি তিনি পরেন মিনি স্কার্ট ও ছোট একটি জামা। এতে ঝড় ওঠে সৌদি আরবের বিভিন্ন মহলে। পরে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সৌদি প্রশাসন।

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৫৫ কিলোমিটার দূরে অবস্থিত নাজদ প্রদেশের উসাইকির এলাকার একটি দুর্গের ভেতরে খোলামেলা পোশাক পরে হেঁটে যান ওই নারী। পরে ওই ঘটনার ভিডিও তিনি চ্যাটিং অ্যাপ স্ন্যাপ চ্যাটে প্রকাশ করেন। এর পর স্থানীয় সময় সোমবার খুলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উসাইকিরের গভর্নর ও পুলিশকে জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় ‘ওকাজ’ নামের একটি সংবাদপত্রে।

ভিডিওটি বেশ সাড়া ফেলে সৌদিজুড়ে। দেশটির বেশির ভাগ মানুষ খুলদের ওই কাজের নিন্দা জানান। তারা খুলদকে গ্রেপ্তার করার জন্য সৌদি প্রশাসনের প্রতি আহ্বান করেন। তবে ওই নারীর সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে।

সৌদি আরবে নারীদের পোশাক নির্বাচনের বিষয়ে বেশ সচেতন থাকতে হয়। দেশটির রীতি অনুযায়ী তাদের সাধারণত ‘আবায়া’ নামে ঢিলা-ঢালা ও লম্বা পোশাক পরতে হয়। এ ছাড়া মাথায় পরতে হয় স্কার্ফ।

খুলদের খোলামেলা পোশাকের বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। টুইটারে একজন বলেন, সবাইকে পোশাকের বিষয়ে সচেতন হওয়া উচিত।

আরেক ব্যবহারকারী বলেন, যদি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প আবায়া ও স্কার্ফ ছাড়া সৌদি আরবে থাকতে পারেন, তাহলে খুলদও তা পরতে পারেন।