সৌদিতে ছিনতাইকারীদের ধাওয়া করে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাঈন উদ্দিন শাহ আলম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত হাজী শাহ আলমের ছেলে।

গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ খবর নিহতের বাড়িতে আসার পর বৃহস্পতিবার দিনভর এলাকার লোকজন মাঈন উদ্দিনের বাড়িতে ভিড় জমায়।

নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, নিহত মাঈন উদ্দিন (৩৪) দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতেন।

তিনি সৌদি আরবের রিয়াদ শহর থেকে ৮০ কিলোমিটার দূরে আল খারিজে ভাড়ায় একটি দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানে একদল ছিনতাইকারী হানা দেয়।

ছিনতাইকারীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় মাঈন উদ্দিন তাদের পিছু ধাওয়া করে হাইওয়ে রাস্তায় গেলে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে কিং খালিদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দিন বুধবার রাতে নিহতের খালাতো ভাই সুমন মোবাইল ফোনে ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়।

নিহত মাঈন উদ্দিন তিন ভাই এক বোনের মধ্যে বড়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং অবিলম্বে লাশ দেশে ফিরিয়ে আনতে নিহতের পরিবার ঢাকায় সৌদি দূতাবাস এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।