সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
            
                     
                        
       		সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ২৪ অক্টোবর দুপুর ১২টায় সৌদির খামিজ মোশায়েত থেকে তাসলিছ আসার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা সদর উপজেলার ৫নং পাচঁথুবী ইউনিয়নের মিরপুর গ্রামের সর্দার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে লিটন মিয়া (৫০) এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামের রেকন আহমদ চৌধুরী (২৪)।
প্রত্যক্ষদর্শী মোহম্মদ ফারুক হোসেন জানান, লিটন মূলত গাড়ির ড্রাইভার এবং রেকন আহমদ ভগ্নিপতি মোতালেবের মালিকাধীন হোটেল জারিফের ম্যানেজার হিসেবে চাকরি করতেন। খামিস মোশায়েত থেকে আসার সময় হাপায়ার নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির স্টিলের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনই প্রাণ হারান।
নিহতদের মরদেহ তাসলিছ থানার জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




