সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) দেশটির দাম্মাম রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট গ্রামের শাহিন হোসেন ও সাইফুল। সাইফুলের দেশের বাড়ি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে অপর নিহত ব্যক্তি হলেন খালেদ। তিনি পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন