সৌদির দুটি সামরিক ঘাঁটি দখল করেছে ইয়েমেন
 
            
                     
                        
       		সৌদি আরবের দু’টি সামরিক ঘাঁটির দখল নিয়েছে ইয়েমেনের বাহিনী।ইয়েমেনের সেনাবাহিনী ও হুথি আনসারুল্লাহর সদস্যরা অভিযান চালিয়ে ঘাঁটি দু’টি দখলে নেয়।
সৌদি সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য এ অভিযানে হতাহত হয়েছে বলে জানা গেছে।
গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের সৌদিপন্থী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পশ্চিমা মদদপুষ্ট সৌদিজোট ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। এ জোটের নির্বিচার হামলায় হতাহত হয়েছে ২০ হাজারেরও বেশি ইয়েমেনি নাগরিক। হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।
আরব আমিরাত ছাড়াও মিসর, বাহরাইন, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত সৌদিজোটের সদস্য। এ দেশগুলো এখন পর্যন্ত ইয়েমেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
সূত্র: আল-জাজিরা
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	