সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় (৩০ এপ্রিল) সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মো. ফারুক ফকির (৫১) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ফারুক ফকিরের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মইজুদ্দিন ফকিরের ছেলে।
শিবচরের এক সৌদি প্রবাসী সাংবাদিকের থেকে ঘটনার সূত্র হতে জানা যায়, সৌদি আরবের সন্ধ্যায় মো. ফারুক ফকির তার কর্মস্থল থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মধ্য আল কাসিম শহরের সড়কে আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।
সৌদি আরবের আল কাসিম আর রাজ জেনারেল হাসপাতালের হিমাগারে নিহতের মরদেহ এখন রয়েছে। ২০০৭ সালে ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি সৌদি আরব গিয়ে ছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন