সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিলেন যুবরাজ সালমান
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে সরিয়ে সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। তবে জুবায়েরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজের এক রাজকীয় ফরমানে রদবদল করা হয়েছে।
সৌদির মন্ত্রিসভা-সহ গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদলের অংশ হিসেবেই এ রদবদল করা হলো। তবে এ রদবদলের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে দেশটির বার্তা সংস্থাগুলোতে কোনো তথ্য জানায়নি।
মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নেতৃত্বাধীন প্রভাবশালী সৌদি রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন। মুসায়েদ আল-আইবানকে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসানো হয়েছে।
এছাড়াও রাজকীয় ফরমানে আব্দুল্লাহ বিন বান্দার বিন আব্দুলআজিজকে ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী, তুর্কি আশ-শাবানাকে তথ্যমন্ত্রী এবং হামাদ আলে শেইখকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মাদ বিন নাওয়াফ বিন আব্দুলআজিজ বিন সৌদকেও সরিয়ে দেয়া হয়েছে। সৌদির আল-আসির অঞ্চলের আমিরের পদ থেকে ফয়সাল বিন খালিদকে সরিয়ে তুর্কি বিন তালালকে আমিরের দায়িত্ব দেয়া হয়েছে।
আল-জৌফ অঞ্চলের আমির হিসেবে বদর বিন সুলতানের স্থলাভিষিক্ত হয়েছেন ফয়সাল বিন নাওয়াফ। সৌদি রাজার ফরমানে সৌদি আরবের পর্যটন সংস্থার প্রধান সুলতান বিন সালমানকেও সরিয়ে দেয়া হয়েছে। সূত্র : পার্সটুডে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন