সৌদি প্রিন্স গ্রেফতার
সৌদি আরবে বাদশাহ সালমানের আদেশে রাজ পরিবারের এক তরুণ প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
শারীরিক ও মৌখিকভাবে কয়েকজনকে তিনি নিপীড়ন করছেন এমন ভিডিও প্রকাশ হওয়ার পর তাকে আটক করা হয়।
ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে গেলে বাদশাহ সালমান তাকে গ্রেফতারের নির্দেশ দেন বলে জানা গেছে।
এদিকে সৌদি প্রিন্সকে গ্রেফতারের ভিডিও ফাঁস হলে সেটিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।
দেশটির একটি অনলাইন পত্রিকায় ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় – আটক প্রিন্সের লম্বা কালো চুল রয়েছে এবং এসময় তিনি কালো রংয়ের টি-শার্ট পরিহিত ছিলেন।
নিপীড়নকারীদের বিরুদ্ধে বাদশাহ সালমানের কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন