সৌদি রাজপুত্রকে হত্যার উদ্দেশ্যে ভূপাতিত করা হয় হেলিকপ্টার!

দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যেই ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্থ হয়ে মারা যান সৌদি রাজপুত্র মনসুর বিন মুকরিন ও ৭ সরকারি কর্মকর্তা। সম্প্রতি জানা গেছে, বিমান কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়নি।
রাজপুত্র মনসুর বিন মুকরিনকে হত্যার উদ্দেশ্যে সৌদির সরকারি বাহিনীই গুলি ভূপাতিত করে হেলিকপ্টারটি।
কারণ রাজপুত্র মনসুর বিন মুকরিন সৌদি সিংহাসনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উত্তরাধিকারের প্রকাশ্য বিরোধিতা করেছেন। যার খেসারত জীবন দিয়েই দিতে হয়েছে তাকে। সংবাদমাধ্যম নিউ খালিজের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট মনিটর এসব তথ্য জানিয়েছে।
সম্প্রতি সৌদির ১০০০ রাজপুত্রকে চিঠি লিখেন মনসুর বিন মুকরিন। যাতে সিংহাসন থেকে মোহাম্মদ বিন সালমানকে (সৌদি বাদশাহ সালমানের ছেলে) দূরে রাখার বিষয়ে তিনি সবার সহযোগিতা চেয়েছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন