সৌদি রাজপ্রাসাদের ভোজে শেখ হাসিনার জন্য ১৪ রকম খাবার
সৌদি রাজাপ্রসাদে মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য আয়োজন করা হয়েছিল ১৪ ধরনের খাবার। বুধবার এ ভোজের আগে দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা প্রাসাদে পৌঁছলে বাদশাহ সালমান বারান্দা থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বৈঠক কক্ষে নিয়ে যান। বৈঠকের পর বাদশাহ নিজে হেঁটে প্রধানমন্ত্রীকে খাবার ঘরে নিয়ে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এবারের মতো উষ্ণতা আর আন্তরিকতা আগে কখনও দেখিনি।
বাদশাহ খাবার টেবিলে প্রধানমন্ত্রীকে আরবের খাবারগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেন। খাবারের মধ্যে ছিল স্যুপ, গরু ও মুরগির মাংস, চিংড়ি, নানা ধরনের মিষ্টান্ন ও ফলের রস।
প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা রিয়াদের কিং সৌদ প্যালেসে রয়েছেন। বাদশাহ সালমানের আমন্ত্রণে এই সফরে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন