সৌরমন্ডলে এক রহস্যজনক বস্তুর প্রবেশের কথা জানালো নাসা!
ইতিহাসে এই প্রথম সৌরমন্ডলে এক রহস্যজনক বস্তুর প্রবেশের কথা জানতে পেরেছে নাসার বিজ্ঞানীরা৷ মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, গত সেপ্টেম্বরে সৌরমন্ডলে ঢুকে পড়ে সেই রহস্যজমক বস্তুটি এবং এই মন্ডলের কক্ষে সে এখনও ঘুরছে।
শোনা গেছ, পৃথিবী থেকে ১৫লক্ষ মাইল দূরে নাকি রয়েছে এটি৷ নাসার গবেষকেরা এই বিষয় থেকেই জানিয়েছে সৌরমন্ডলে কিছু একটা রয়েছে, কিন্তু তার পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি৷ তবে একথা জানানো হয়েছে, এই বস্তুটি থেকে পৃথিবীর কোনওরকম ক্ষতি হবে না৷
নাসার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বস্তুটি খুবই দ্রুতগতিতে ঘুরছে৷ তবে এটি ফিরে আসবে না৷ তবে, গত ১৭ অক্টোবর ইউনিভার্সিটি অব হাওয়াই একটি বস্তুর বিষয়ে জানায়, যার নাম এ/2017/U1৷ সাম্প্রতিককালে দেখতে পাওয়া এই বস্তু অন্য মন্ডল থেকে এসেছে বলে মনে করা হচ্ছে৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন