স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
বুধবার (২৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
এরআগে, মঙ্গলবার (২৫ জুন) তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারর মো. হাবিবুর রহমান উপজেলার বজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদপুর গ্রামের কালাগাজী বেপারী বাড়ির মৃত মো. মোস্তাফার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজী না হলে আসামি হাবিবুর ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের সঙ্গে নিয়ে ভিকটিম স্কুল থেকে একা আসার পথে আসামিরা পরিকল্পিতভাবে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্থানীয় বেগমের পরিত্যক্ত বাড়ির পাশে মরদেহ ফেলে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তে আসামি ১৮ বছরের কম হওয়ায় মামলার বিচারিক কার্যক্রম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হস্তান্তর হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, আসামি জামিন পেয়ে পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১১ নোয়াখালীর আভিযানিক দল পলাতক আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন