স্কুলে ছাত্রলীগের কমিটি বাতিলের নির্দেশ কাদেরের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/2adf26b4b5ef2e842d1b9f0fc5dcb13c-58d4dca65dea7.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাধ্যমিক স্কুলে ছাত্রলীগের কমিটি বাতিলের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ছাত্রলীগের একটি অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
এর আগে গত ২১ নভেম্বর মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেয় বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ তখন এই কমিটির যৌক্তিকতা তুলে ধরে গণমাধ্যমকে বলেন, ‘স্কুলে কমিটি মোটেও নতুন কিছু নয়। আমাদের গঠনতন্ত্রে স্কুল কমিটি করার বিষয়টি আছে। আমাদের স্কুলছাত্রবিষয়ক সম্পাদকও আছে।’
ছাত্রলীগের এই নির্দেশ পেয়ে বিভিন্ন স্কুলে কমিটিও হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে একটি স্কুলের ছাত্রলীগ কমিটির সভাপতি দায়িত্ব পেয়েই শিক্ষককে পেটায়। এই ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় বইয়ে যায়। ছাত্রলীগের স্কুল কমিটি গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেন অনেকেই।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন