স্ত্রীকে হত্যার পর পাক মন্ত্রীর আত্মহত্যা
পাকিস্তানে স্ত্রীকে হত্যার পর এক মন্ত্রী আত্মহত্যা করেছেন। নিজ বাড়িতে প্রাদেশিক মন্ত্রী মির হাজার খান বিজারানি এবং তার স্ত্রী ফারিহা রাজাকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, একই অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মির হাজার খান। খবর জিও নিউজ।
বৃহস্পতিবার করাচিতে নিজ বাড়ি থেকে ওই মন্ত্রী এবং তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জিও নিউজের এক খবরে বলা হয়েছে, পুলিশের ধারণা নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদকে কেন্দ্র করেই হত্যা এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে পাওয়া সবগুলো বুলেট একই অস্ত্রের।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি গুলির আঘাতে মন্ত্রীর মৃত্যু হয়েছে। অপরদিকে তার স্ত্রীর মৃত্যু হয়েছে তিনটি গুলির আঘাতে।
মির হাজার খান বিজারানি পাকিস্তান পিপলস পার্টির নেতা এবং তিনি সিন্ধ প্রদেশের পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রী ছিলেন। তার স্ত্রী ছিলেন সাংবাদিক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন