স্ত্রীর সঙ্গে ঝগড়া, গুলিবিদ্ধ স্বামী
সাইরাম ও তার স্ত্রী হামসার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে সাইরামকে গুলি করেন স্ত্রী হামসা। গুলিবিদ্ধ সাইরামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ভারতের বেঙ্গালুরুর হোসুর এলাকায় এ কাণ্ড ঘটে।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল। আনেকাল এলাকায় মধ্যাহ্নভোজের জন্য নামার পর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। সাইরামকে গুলি করেন হামসা। স্ত্রীর হাত থেকে বাঁচতে গুলিবিদ্ধ হওয়ার পরও সাইরাম গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এরপর তিনি দৌড়ে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাসে উঠে যান।
কিন্তু হামসা স্বামীর পিছু ছাড়েননি। তিনি গাড়ি চালিয়ে বাসের সামনে চলে আসেন। এরপর বাসকে থামান। বাসে উঠে সাইরামের ওপর আবার গুলি ছোড়েন। হামসা ও সাইরামকে হাসপাতালে রাখা হয়েছে। হামসার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন