স্বরাষ্ট্রমন্ত্রীর আগাম হুঁশিয়ারি সংগত নয় : ফখরুল

‘রায় ঘোষণার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিমূলক আগাম বক্তব্য সংগত নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে সদ্য প্রয়াত ঔপন্যাসিক শওকত আলীর বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ প্রসঙ্গে বলেন, রায়কে কেন্দ্র করে বিএনপি কিংবা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে আজকে কথা বলেছেন। এই কথা বলা কোনোমতেই সংগত নয়। তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, যা দিয়ে তিনি গোটা আইনশৃঙ্খলা পরিবেশকে … । এ থেকে এটা পরিষ্কার বুঝা যায় যে তারা কী চিন্তা করছেন?’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এখনো রায়টি পাইনি। আইনগতভাবে রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমরা রায় নিয়ে প্রতিক্রিয়া, সেভাবে বলতে পারব না।’

খালেদা জিয়ার মামলার রায় ‘দ্রুততার সঙ্গে করানো হচ্ছে’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘নজিরবিহীন তাড়াহুড়ার মধ্যে এই মামলা শেষ করার চেষ্টা হচ্ছে। দেশনেত্রীর আইনজীবীরা পরিষ্কার করে বলেছেন যে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড।’

‘কারণ তারা (ক্ষমতাসীন) কর্ণপাত করছেন না। তারা ডিটারমাইনড যে, তারা আগামী নির্বাচন করতে চান বিএনপিকে বাদ দিয়ে এবং সেজন্যই তাড়াহুড়া করে বিচার কাজ শেষ করা এবং এসব কমেন্ট করা। আমরা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাহলে কোথায় যাবেন- প্রশ্ন রাখেন ফখরুল।’

তিনি অভিযোগ করে বলেন, ‘অনেকদিন আগে থেকেই সরকারের লোকজন এই মামলা নিয়ে আগাম বক্তব্য দেয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী বহু আগেই রায় দিয়ে দিয়েছেন। নিশ্চয় মনে আছে অনেক আগেই তিনি বলে দিয়েছিলেন এতিমের টাকার ব্যাপারে। অন্যান্য মন্ত্রীরা বলছেন। তারা প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ তারা হুমকি দিয়েছেন, তারা শক্তি প্রয়োগ করেছেন, বলপ্রয়োগ করেছেন।’

এরশাদের বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘কয়েকদিন আগে এরশাদ সাহেব রংপুরে বলেছেন, আর মাত্র কয়েকদিন তারপর যেতে হবে জেলে। তার দলের একজন প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন। এ ধরনের কথা দিয়ে এটা প্রমাণিত হয়, আগামী বলে দেয়া। রায় নিয়ে ক্ষমতাসীনদের এই ধরনের কথা দিয়ে এটাই প্রমাণিত হয়, আগাম বলে দেয়া- তা পূর্বনির্ধারিত, পরিকল্পিত। দ্য আর প্রিপিয়ার্ড ফর এভরি থিঙ্ক।’

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম জজ আদালত। জিয়া এতিমখানা ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দায়ের করা আলোচিত মামলার দুইপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান রায়ের দিন ৮ ফেব্রুয়ারি ঠিক করেন। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও এ মামলার আসামি। মুদ্রা পাচারের দায়ে সাত বছর কারাদণ্ডের রায় মাথায় নিয়ে আছেন দেশের বাইরে। এ মামলাতেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

শুক্রবার বিকালে বিএনপি মহাসচিব রাজধানীর টিকাটুলীর কে এম দাশ লেনের ‘বিরতি ভিলা’ বাসায় গিয়ে প্রয়াত ঔপন্যাসিক শওকত আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার জ্যেষ্ঠ ছেলে আসিফ শওকত কল্লোল, তার স্ত্রী ফারজানা আফরোজ পারুলসহ আত্বীয়-স্বজনের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ-খবর নেন। যে কক্ষে শওকত আলী থাকতেন সেখানে গিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি সন্মান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, কথাসাহিত্যিক অধ্যাপক শওকত আলী আমার শিক্ষকই ছিলেন বলা যায়। আমি যখন স্কুলের ছাত্র তখন তিনি আমার জন্মভুমি ঠাকুরগাঁও কলেজে অধ্যাপনা করতেন। তিনি আমার পড়ার জগতকে পাল্টিয়ে দিয়েছিলেন সেই শৈশবে। ভালো সাহিত্য পড়তে এবং সৃজনশীল লেখা পড়তে, পৃথিবী ও মানুষকে জানবার জন্যে যে সাহিত্য, সেই সাহিত্যপাঠে আমাকে মনোযোগী করেছেন। তিনি আজীবন দেশের মানুষের কাছে বেঁচে থাকবেন তার সাহিত্যের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে।

এসময়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শওকত আলী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার রাতেই জুরাইন গোরস্তানে স্ত্রী শওকত আরার কবরের পাশে সমাহিত করা হয় তাকে।