স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন বিএনপির ৩ নেতা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির ব্যাপারে কথা বলতে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলটি বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, প্রতিনিধিদলটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৪ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘সভা করার জন্য যত নিয়ম রয়েছে, সবকিছু মেনে অনুমতি চেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সিনিয়র তিন নেতার সমন্বয়ে একটি ডেলিগেশন টিম পাঠানো হবে। আশা করছি, সরকার গণতান্ত্রিক অধিকার ও সভা করার বিরুদ্ধে কালাকানুন তুলে নিয়ে অনুমতি দেবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন