স্বর্ণের দাম কমলো ভরিতে ১,১৬৬ টাকা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/IMG_20220707_104921-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এতদিন ৭৯ হাজার ৫৪৮ টাকা থাকলেও তা কমে দাঁড়াবে ৭৮ হাজার ৩৮২ টাকায়।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৩ হাজার ৪৭৯ টাকা।
বুধবার (০৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার ( ০৭ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সমিতি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন