স্বাধীনতায় শহীদ জিয়ার অবদান” ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা

জিয়া পরিষদ এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “মহান স্বাধীনতায় শহীদ জিয়ার অবদান” ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মার্চ) মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের আয়োজনে জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য মাসুম বিল্লাহ শাহীন, মহিলা দলের সভাপতি এড. ফরিদা আক্তার বিউটি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কলারোয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনু ,সদস্য রেজাউল ইসলামসহ জেলা জিয়া পরিষদের সকল নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মুনজিতপুর একাডেমী মসজিদের পেশ ইমাম, মুফতি দেলোয়ার হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন