স্বাধীনতা তুমি || এইচ. এম নুর আলম

স্বাধীনতা তুমি
এইচ. এম নুর আলম


স্বাধীনতা তুমি লাল খুনে মাখা
লাল-সবুজ পতাকা,
স্বাধীনতা তুমি বিশাল চাওয়া
হৃদয় গহীনে আঁকা।

স্বাধীনতা মোদের প্রাণের দাবি
সোনার বাংলাদেশ,
স্বাধীনতা তুমি মায়ের মুখের
মিষ্টি বুলি বেশ।

স্বাধীনতা তুমি মুক্ত মনের
প্রাণ খুলে কথা বলা,
স্বাধীনতা সেতো নির্ভীক হৃদয়
সত্যের পথে চলা।

স্বাধীনতা তুমি বাঙালির প্রাণের
করুন কান্না-হাসি,
স্বাধীনতা তুমি দেশের হৃদয়
তোমায় ভালবাসি।

স্বাধীনতা তুমি বাংলা মায়ের
এক অসাধারণ অর্জন,
শত ত্যাগ-তিতিক্ষা, হৃদয় নিংড়ানো
ত্রিশলাখ বাঙালির বিসর্জন।

স্বাধীনতা তুমি বাংলার আকাশে
একটি রক্তিম সূর্য,
স্বাধীনতা তুমি ডংকা বাজানো
অসম্ভব এক তুর্য।

স্বাধীনতা, বাংলার লাল-সবুজ খচিত
মানচিত্র আর মাতৃভাষায়,
চিরদিন স্মরণীয়, অমর হয়ে আছো
আজো থাকো সেথায়।