স্বামীর উচ্চতা ৪৪ ইঞ্চি, স্ত্রীর ৩৩ ইঞ্চি!
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মো. আল আমিন (২২) জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একই উপজেলার সোহাগদল গ্রামের শাম্মী আক্তারকে (২০)।
তারা ২ জনই একই রকম শারীরিক প্রতিবন্ধী। উচ্চতায় একেবারে খর্বাকার।
আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মীর উচ্চতা ৩৩ ইঞ্চি।
দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাঁকজমকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মো. আল আমিন উপজেলার সদর ইউনিয়নের উত্তর শর্ষিণা গ্রামের আব্দুল হামিদের ছেলে। অপরদিকে একই ইউনিয়নের সোহাগদল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের কন্যা শাম্মী আক্তার।
জানা গেছে, এক লাখ টাকার দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশী সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান।
বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শত শত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।
আল আমিন ও শাম্মী জানায়, পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে অনেক খুশি তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন