স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী নিহত
ঈদের দিন সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ধারালো বটির আঘাতে প্রতিবেশী নাহিদ (২০) নামে এক কাঠমিস্ত্রি মারা গেছেন।
রবিবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চর সিফলি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ আলামত হিসেবে একটি বটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঝগড়ার একপর্যায়ে স্বামী রায়হান তার স্ত্রীকে মারার জন্য ধারালো বটি নিয়ে ধাওয়া করে। স্ত্রী দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। রায়হান ওই বাড়িতে গিয়ে স্ত্রীকে মারার চেষ্টা করলে সেই বাড়ির ছেলে নাহিদ রায়হানকে বাধা দেয়। এসময় রায়হানের হাতে থাকা বটির আঘাতে নাহিদের মৃত্যু হয়।
এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পুলিশ রায়হানকে গ্রেফতার করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন