স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় মামলা, জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
৩৮টি মামলায় ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডে ৮টি মামলায় ১৪ হাজার ৪০০ টাকা, ৪ নম্বর অঞ্চলের ১০ নম্বর ওয়ার্ডে ১১টি মামলায় ১ হাজার ৯০০ টাকা, ৬ নম্বর অঞ্চলের ৫১ নম্বর ওয়ার্ডে ১০টি মামলায় ৭ হাজার ৯০০ টাকা এবং ৮ নম্বর অঞ্চলের ৪৫ নম্বর ওয়ার্ডে ৯টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন