স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিংমলও
চলমান লকডাউন শেষে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে বলে জানানো হয়েছে। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
এছাড়া চলমান লকডাউনের অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।বন্ধ থাকবে বেসরকারি প্রতিষ্ঠান।
আসন্ন ঈদুল আজহায় মানুষের চলাচলে সুবিধার্থে এবং পশুর হাটে বেচা-কেনার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজই এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
জানা গেছে, ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন জারি করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন